ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত: মন্ত্রী

আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 12:01 PM
Updated : 15 Sept 2021, 12:01 PM

বুধবার স্থানীয় সরকার বিভাগে এক সভা শেষে ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক তাজুল বলেন, ড্যাপ চূড়ান্ত করতে এরই মধ্যে সব পক্ষের সঙ্গে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।

“সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।”

ভবিষ্যতের কথা ভেবে রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে ‘ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ)’ করছে রাজউক।

ড্যাপে সুনির্দিষ্ট ভূমি ব্যবহার যেমন- আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা, বিনোদন পার্ক, খেলার মাঠ, লেক, সাংস্কৃতিক বলয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কমিউনিটি সেন্টার সহ সামাজিক চাহিদার জন্য প্রয়োজনীয় স্থান চিহ্নিত করা হচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকার নিজস্ব বৈশিষ্ট্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে।

ড্যাপ বাস্তবায়ন হলে ঢাকায় অনেক পরিবর্তন আসবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেন, কোটিরও বেশি মানুষের এই শহরে পরিকল্পনাহীন এবং নিয়ম না মেনে নির্মাণ করা অনেক অবকাঠামো রাজধানীর সৌন্দর্য মলিন করে দিয়েছে।

“এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে।”

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।