আবরার হত্যা: পুনরায় আত্মপক্ষ সমর্থনে একই কথা বললেন আসামিরা
আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2021 07:27 PM BdST Updated: 14 Sep 2021 07:27 PM BdST
-
আবরার ফাহাদ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় কারাগারে থাকা ২২ আসামি আত্মপক্ষ শুনানিতে পুনরায় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন।
Related Stories
মামলার বাকি তিন আসামি পলাতক থাকায় তারা শুনানিতে ছিলেন না।
একটি ভুল সংশোধনের ২৫ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন হওয়ায় আবার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে আলোচিত মামলাটিতে।
মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
এরপর বিচারক বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁইঞা জানিয়েছেন।
এর আগে গত ১৪ মার্চ যখন আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল, তখনও ২২ আসামির সবাই নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।
এই আসামিরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাবেক সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, সাবেক ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, সাবেক উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ, সাবেক উপ-আইন সম্পাদক অমিত সাহা, সাবেক সদস্য মুনতাসির আল জেমি, মুজাহিদুর রহমান মুজাহিদ, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, ইসতিয়াক আহম্মেদ মুন্না, মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, এস এম মাহমুদ সেতু, মোর্শেদ অমর্ত্য ইসলাম।
মামলার আট আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা হলেন- ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও নাজমুস সাদাত।
পলাতক আসামিরা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়।
এরপর ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
গত বছর ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার।
মামলাটিতে ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন বিচারক।
-
৯০ লঞ্চ পদ্মা পাড়ে, ঢাকার সদরঘাট শূন্য
-
সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
-
প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
-
পদ্মা সেতু উদ্বোধনে ডিএমপির আনন্দ র্যালি
-
টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
-
উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
-
যারা বাধা দিয়েছিল, জবাব দিয়েছি, বাংলাদেশও পারে: প্রধানমন্ত্রী
-
শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু শেষ হত না ২০ বছরেও: মন্ত্রিপরিষদ সচিব
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন