ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন।
Published : 11 Sep 2021, 11:04 AM
নিউমোনিয়া ও বার্ধক্যজনিত কারণে শুক্রবার সন্ধ্যায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইন চার্জ ড. হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদে ২০০৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি এর আগে প্রায় ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করেন।
শনিবার বাদ আসর সাবেক কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানান ড. হুমায়ন কবির।