ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সঙ্গে ‘সম্পৃক্ততার’ অভিযোগ ওঠা রাজধানীর বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা ভারত-নেপাল সীমান্তে ‘গ্রেপ্তার হয়েছেন’ বলে গণমাধ্যমে খবর এসেছে।
Published : 04 Sep 2021, 06:15 PM
তবে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি।
এ ব্যাপারে গুলশান বিভাগের উপ-কমিশনার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বাইরে গ্রেপ্তারের খবর আমরা শুনেছি। তবে নিশ্চিত করে কোনো কর্তৃপক্ষ জানায়নি।”
বৃহস্পতিবার সোহেল রানা যথারীতি অফিস করেছিলেন জানিয়ে তিনি বলেন, “শুক্রবার তিনি অফিসে যাননি। শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং কাজের তেমন চাপ না থাকায় খোঁজও রাখা হয়নি।
“তবে শনিবার তিনি অফিসে আসেননি, ছুটিও নেননি। তার সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রিং হলেও তিনি ধরেননি।”
গ্রাহকদের এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই শেখ সোহেল রানা।
এই মামলার প্রধান আসামি সোনিয়া তার স্বামী মাসুকুর রহমান এবং প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানউল্লাহ চৌধুরী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
অভিযোগ আছে, ই-অরেঞ্জ প্রতিষ্ঠানটিতে কাগজে কলমে কোনো মালিকানা বা শেয়ার না থাকলেও শেখ সোহেল রানাই সেটা চালাতেন।
বিজিবি পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারত-নেপাল সীমান্তে পুলিশ কর্মকর্তা আটক হয়েছেন বলে শুনেছি।
“তবে এই সীমান্তে বিজিবির কোনো যোগসূত্র নেই। আমাদের যোগাযোগ ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ এর সাথে।”
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক ডিআইজি (মিডিয়া) হায়দার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারাও বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন।
“তবে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।”- বলেন পুলিশের উপমহাপরিদর্শক।