অসুস্থ তোয়াব খানকে দেখে এলেন তথ্য প্রতিমন্ত্রী

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 03:59 PM
Updated : 26 August 2021, 03:59 PM

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তোয়াব খানের অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান ডা. মুরাদ।

হৃদরোগে আক্রান্ত তোয়াব খানকে গত ১৫ অগাস্ট ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এতদিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকলেও অবস্থার উন্নতি  হওয়ায় বৃহস্পতিবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

প্রতিমন্ত্রী মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আজ বিকালে ইউনাইটেড হাসপাতালে উনাকে দেখতে গিয়েছিলাম। তিনি এখন অনেক ভালো আছেন।

“আজকে সকালে ডাক্তার কায়সার নেসারুল্লাহ এনজিওগ্রাম করে নতুন কোনো ব্লক না পাওয়ায় এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় উনাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করেছে।”

গত বছর নভেম্বর মাসে তোয়াব খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ভাইরাসমুক্ত হলেও নানা জটিলতা দেখা দেয় এরপর। ১৯৫৫ সাল থেকে সাংবাদিকতা করছেন তোয়াব খান। ২০১৬ সালে একুশে পদক পান তিনি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও তিনি পালন করেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন।