পিয়াসাকে জিজ্ঞাসাবাদ এবার কারাফটকে

মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর আরও পাঁচ দিনের জন্য চেয়েছিল সিআইডি, কিন্তু আদালত তাতে সাড়া দেয়নি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 01:07 PM
Updated : 23 August 2021, 01:08 PM

সোমবার সিআইডির আবেদনের শুনানি নিয়ে কারাগারে থাকা পিয়াসাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী।

পিয়াসার পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করে দেন বিচারক।

ভাটারা থানার মাদক আইনের এই মামলায় পিয়াসাকে পাঁচ দিনের জন্য হেফাজতে চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদশর্ক রফিকুল ইসলাম।

হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তা নাকচ করে একদিনের জন্য কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমর্কর্তা এসআই রনপ কুমার ভক্ত।

গুলশান ও ভাটারা থানায় করা দুটি মাদক মামলায় পিয়াসাকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি।

এছাড়া খিলক্ষেত থানার এক মাদক মামলায় তার তিন দিন রিমান্ডের আদেশ হয়ে আছে। সেই মামলায় তাকে এখনও হেফাজতে নেয়নি পুলিশ।

তবে খিলক্ষেত থানার ওই মামলায় গত ২১ অগাস্ট পিয়াসা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন এসআই রনপ।

পিয়াসাকে গত গত ১ অগাস্ট রাতে ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেদিন মোহাম্মদপুর থেকে আরেক মডেল মরিয়ম আক্তার মৌকেও আটক করা হয়।

তখন গোয়েন্দা পুলিশ বলেছিল, পিয়াসা ও মৌ বাড়িতে ‘পার্টি’ করে বিভিন্নজনকে আমন্ত্রণ জানাতেন, সেই ছবি তুলে রেখে পরে তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেন।

একই ধরনের অভিযানে চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং শরিফুল হাসান ওরফে মিশু হাসান নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়।

পিয়াসা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী।

তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়ার কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ।