অস্ত্র মামলায় ‘গোল্ডেন’ মনির অভিযুক্ত

ঢাকার ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় মনির হোসেন (গোল্ডেন মনির) বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 12:47 PM
Updated : 23 August 2021, 12:47 PM

সোমবার ঢাকার মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এই অভিযোগ গঠন হয়।

মনির অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলেও তা নাকচ করে আদালত।

বিচারক আগামী ৮ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে দিয়েছেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

গত ৮ মার্চ এই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে। তার আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক আব্দুল মালেক গত ২০ জানুয়ারি অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

একই দিন তিনি মনিরের বিরুদ্ধে মাদক মামলায়ও অভিযোগপত্র জমা দেন।

২০২০ সালের ২০ নভেম্বর ঢাকার বাড্ডায় মনিরের বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করে।

এরপর অস্ত্র, মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলা হয় মনিরের বিরুদ্ধে। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

এই সংক্রান্ত খবর