মাদক আইনের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে।
Published : 11 Aug 2021, 05:09 PM
১১ আগস্ট বুধবার বিকেলে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ড ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
তিন দিনের রিমান্ড শেষে জিমিকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি।
এসময় আসামিপক্ষের আইনজীবী মো. খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জিমির জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৬ আগস্ট রাতে গুলশান থেকে জিমিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকের মামলা দায়ের করা হয়, যাতে তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের কথা উল্লেখ করা হয়।
পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
আরও পড়ুন: