লিগ ‘নিখুঁতভাবে’ শেষের তৃপ্তি কিংস কোচের

২০ ম্যাচে ১৮ জয়, এক ড্র, হার মাত্র একটি। দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে প্রিমিয়ার লিগ শিরোপা বসুন্ধরা কিংস জিতে নিয়েছে চার ম্যাচ হাতে রেখে। এএফসি কাপ ‍শুরুর আগে সঞ্চয় করে নিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দলটির কোচ অস্কার ব্রুসন। নিখুঁতভাবে লক্ষ্য অর্জনের তৃপ্তি এই স্প্যানিয়ার্ডের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 02:00 PM
Updated : 9 August 2021, 02:00 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ২-০ গোলে হারায় কিংস। এ নিয়ে চলতি মৌসুমে দুটি শিরোপাই জিতল তারা। গত জানুয়ারিতে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে একমাত্র হার বাদ দিলে লিগে কিংস উপহার দিয়েছে দাপুটে ফুটবল। দুই ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো, জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস, আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা ছিলেন দারুণ উজ্জ্বল।

এই বিদেশিদের সঙ্গে জাতীয় দলের এক ঝাঁক ফুটবলার নিয়ে সাজানো কিংস আলো ছড়িয়েছে প্রতি ম্যাচে। ব্রুসন তাই দারুণ তৃপ্ত। স্প্যানিশ কোচ ভাবতে শুরু করেছেন এ মাসের মাঝামাঝিতে মালদ্বীপে শুরু হতে যাওয়া এএফসি কাপ নিয়েও।

“কৃতিত্ব ছেলেদের। আমি মনে করি, আমরা উত্থান-পতন মিলিয়ে দারুণ একটা মৌসুম শেষ করলাম; কেননা, (করোনাভাইরাসের কারণে লিগ ম্যাচ হওয়ার) ধারাবাহিকতার অভাব ছিল অনেক। তবে আমরা খুবই সচেতনভাবে নিজেদের কাজগুলো করেছি।”

“আমি মনে করি, আমরা বিপিএলে নিখুঁতভাবে খেললাম এবং সামনে এখন বড় একটা প্রতিযোগিতা আছে, এএফসি কাপ।”

ঘরোয়া মৌসুমে মূলত ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ-এই তিন শিরোপার নিষ্পত্তি হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা কাপ মাঠে গড়ানো নিয়ে সংশয় আছে যথেষ্ট।