Published : 07 Aug 2021, 09:15 PM
এই মামলায় তাকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছে।
তবে মাদক মামলার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর এর শুনানি হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ।
রাজ এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিনের রিমান্ডে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সিআইডি।
এদিকে পর্নগ্রাফি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
রাজকে গ্রেপ্তারের পরদিন বৃহস্পতিবার ঢাকার বনানী থানায় র্যাব বাদী হয়ে মামলাগুলো করে।
বনানীর বাসা থেকে রাজকে গ্রেপ্তারের সময় ‘পর্নগ্রাফিক কনটেইন্ট’ পাওয়ার কথা জানিয়েছিল র্যাব।
বুধবার রাজকে আটকের আগে চিত্রনায়িকা পরীমনিকেও গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সিআইডি।