সাম্প্রতিক সময়ের আলোচিত নাম চিত্রনায়িকা পরীমনি ও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলাসহ বেশ কয়েকজনের কয়েকটি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Published : 07 Aug 2021, 12:27 AM
শুক্রবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “পরীমনি, পিয়াসা, মরিয়ম মৌ এবং রাজের বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনে করা মামলাগুলো সিআইডি তদন্তের দায়িত্ব পেয়েছে।”
আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে ২৯ জুলাই তার বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা হয়।
পরদিন গোয়েন্দা পুলিশ ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং গুলশান থানায় মাদকের মামলা হয়।
এরপর বুধবার র্যাব পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা ছাড়াও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়।
শুক্রবার সকালে বনানী থানা পুলিশ জানিয়েছিল, পরীমনি ও রাজের বিরুদ্ধে করা মামলা গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পেয়েছে।
তবে রাতে সিআইডি কর্মকর্তা আজাদ জানান, তারা কয়েকটি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন।
তবে মোট কয়টি মামলার তদন্তভার পেয়েছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।