কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 01:56 PM
Updated : 5 August 2021, 01:56 PM

নিহতের নাম মো. শাকিল (৩০)। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ঝাউলাহাটি চৌরাস্তায় ১ নং গলির একটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে বিকাল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আক্তার হোসেনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্মাণাধীন ছয়তলা ভবনের পাঁচতলার বাইরের অংশে মাচাংয়ে দাঁড়িয়ে বাঁশ বাঁধতে গিয়ে হাত কেটে যায় শাকিলের। পরে মাচাং থেকে নিচে পড়ে যান তিনি।"

বাচ্চু মিয়া জানান, শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাকিল ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের মো. রফিকের ছেলে।

বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।