লকডাউন: ত্রয়োদশ দিনে ঢাকায় গ্রেপ্তার ৪২৫

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে  ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ঢাকায় আরও ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 01:45 PM
Updated : 4 August 2021, 01:45 PM

লকডাউনের ত্রয়োদশ দিন বুধবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪২৫ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৭৯ জনকে মোট তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪০৭টি গাড়িকে মোট ৯ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে বলে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রোববার পোশাক কারখানা খুলে দেওয়ার পর তাকে ঢিলেঢালা ভাব এসেছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।

সরকার ইতোমধ্যে লকডাউনের মেয়াদ ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবারই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।