হাই কোর্টে ৪ হেফাজতকর্মীর জামিন

চট্টগ্রামের পটিয়া ও বাগেরহাটের মোল্লাহাট থানার মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের চার কর্মীকে জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 01:43 PM
Updated : 3 August 2021, 01:43 PM

বিচারপতি জে বি এম হাসানের একক ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন।

এরা হলেন- চট্টগ্রামের আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিন এবং বাগেরহাটের মনির সরদার।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী ও মো. মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে এ আইন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত আদালত খোলা পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। তখন নিয়মিত কোনো বেঞ্চে জামিন আবেদনগুলো উপস্থাপন করতে বলা হয়েছে।”

তুষার কান্তি রায় বলেন, “এর আগেও নিয়মিত বেঞ্চ থেকে অনেকে জামিন নিয়েছেন, যাদের নাম মামলার এফআইআরে ছিল না। আজকে যাদের জামিন দেওয়া হয়েছে এফআইআরে তাদেরও নাম নাই।”  

গত ২৬ মার্চ চট্টগ্রামের পটিয়া থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। 

ওই মামলায় গত ১০ এপ্রিল মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আর মনির সরদারকে গত ২২ এপ্রিল নাশকতার অন্য একটি মামলায় গ্রেপ্তার করে বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ।