হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আওয়ামী লীগের পদ হারিয়ে গ্রেপ্তার হওয়ার পর ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভোলার আব্দুর রহমান তুহিন নামে এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 06:45 PM
Updated : 2 August 2021, 06:45 PM

গত সোমবার বিকালে পল্লবী থানার এই মামলা করা হয় বলে থানার ওসি পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আইপি টিভি জয়যাত্রার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হেলেনার বিরুদ্ধে মামলাটি হয়েছে। এতে জয়যাত্রা টিভির প্রধান সম্পাদক কামরুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সালাউদ্দিন, মাহফুজ, মহাব্যবস্থাপক হাজেরাকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ তুলে ধরে পল্লবী থানার ওসি বলেন, “প্রায় ৩২ মাস ধরে প্রতি মাসে ৩ হাজার টাকা করে তুহিনের কাছ থেকে চাঁদা নিত তারা এবং এই টাকা না দিলে তাকে জয়যাত্রার সাংবাদিকতা থেকে বাদ দেওয়ার কথা বলা হত।”

ওসি জানান, হেলেনা জাহাঙ্গীরকে মঙ্গলবার এই মামলা গ্রেপ্তার দেখানো হবে। মামলার অন্য আাসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

গত বৃহস্পতিবার গুলশানের বাসা গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এনিয়ে চারটি মামলা হল। তবে গুলশান এবং পল্লবী থানায় করা আগের তিনটি মামলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন