ডিএসসিসিতে নাগরিক তথ্যে ২৪ স্থানে গিয়ে সবক’টিতে মিলল এইডিসের লার্ভা

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চালু করা নিয়ন্ত্রণ কক্ষে আসা নাগরিক তথ্যের ভিত্তিতে ২৪টি স্থানে অভিযানে চালিয়ে সবখানেই এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 02:41 PM
Updated : 2 August 2021, 02:41 PM

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এই রোগের বাহক এইডিস মশা নিয়ন্ত্রণে জোর দিচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ন্ত্রণ কক্ষে সোমবার মোট ৩৪টি উৎসের তথ্য জানিয়েছেন দক্ষিণ সিটির জনগণ। দুপুর ২টার আগে প্রাপ্ত ২৪টি তথ্যের ভিত্তিতে অভিযানে সবগুলোতেই লার্ভা পাওয়া গেছে। বাকি ১০টিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া এইডিস মশার লার্ভা পাওয়ায় ২৮ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে প্রায় চার লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে বল হয়, ভ্রাম্যমাণ আদালতগুলো ৪১৪টি নির্মাণাধীন ভবন, বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মোট ২৯টি নির্মাণাধীন ভবন ও বাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২৯টি মামলা করে এবং সর্বমোট ৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করে।