গ্রিনরোড স্টাফ কোয়ার্টারে ছাদ থেকে পলেস্তারা খসে মাথায়

ঢাকার গ্রিনরোডের সরকারি স্টাফ কোয়ার্টারে এক বাসার ছাদ থেকে পলেস্তারা খসে আহত হয়েছেন একজন কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 12:20 PM
Updated : 1 August 2021, 12:25 PM

মাথায় আঘাত পাওয়া ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল আলম গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে বলে গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের সদস্য সচিব নজরুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাহমুদুল আলম স্টাফ কোয়ার্টারের ১০/কে টপ ফ্ল্যাটে থাকেন। শনিবার বাসার ডায়নিং রুমের ছাদ থেকে পলেস্তারা খসে পড়লে তিনি গুরুতর আহত হন।

“এই এস্টটের সব ফ্ল্যাটই অনেক পুরনো। আর ওই ফ্ল্যাটের প্রতিটি কক্ষেরই চরম খারাপ অবস্থা। কলোনির পুরাতন ও জরাজীর্ণ ভবনগুলো দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

বাসিন্দারা জানান, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারে ২৭টি ভবন রয়েছে। এসব ভবনে বসবাস করছে পাঁচশর বেশি পরিবার।

ঝুঁকিপূর্ণ ভবনগুলো অবিলম্বে চিহ্নিত করে নিরাপদ আবাসন গড়ে তোলার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে নজরুল ইসলাম বলেন, “আমরা গণপূর্ত দপ্তরের কাছে সবসময়ই বলে আসছি। কিন্তু তারা শ্রমিক পাঠিয়ে কোনোরকমে পলেস্তারা ঠিক করে দেয়। এসে পরিদর্শনও করে না। এভাবে আর কত বলব?”

কর্মচারী সমাজকেন্দ্রের পরিচালক আব্দুল জলিল তালুকদার বলেন, “রাজধানী ঢাকার আজিমপুর, মতিঝিল,  পাইকপাড়া, মিরপুরসহ বিভিন্ন স্থানে সরকারি কর্মচারীদের আবাসনের জন্য নতুন ও বহুতল ভবন নির্মাণ করা হলেও গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের পুরাতন ভবন ভেঙে নতুন ও বহুতল ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেই। ”