৪১তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২১ হাজার

লিখিত পরীক্ষার জন্য ২১ হাজার ৫৬ জনকে যোগ্য ঘোষণা করে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 08:35 AM
Updated : 1 August 2021, 08:35 AM

প্রিলিমিনারি পেরিয়ে আসা এই চাকরি প্রত্যাশীদের আগামী নভেম্বরে লিখিত পরীক্ষায় বসতে হবে বলে রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে (bpsc.gov.bd) পাওয়া যাবে। তাছাড়া এসএমএস করেও ফল জানতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণকারীরা।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের ২ হাজার ১৬৬টি শূন্য পদে লোক নিয়োগ দিতে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

মহামারীর মধ্যে গত ১৯ মার্চ আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তাতে অংশ নিতে আবেদন করেছিলেন পৌঁনে পাঁচ লাখ প্রার্থী।

পিএসসি দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের কথা বললেও সাড়ে চার মাস পর ফলাফল পেলেন সরকারি চাকরীপ্রত্যাশীরা।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬৪২ জন, টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে ৯০৫ জন সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন।