সংস্কারকৃত পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন

সংস্কারকৃত আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 03:37 PM
Updated : 31 July 2021, 03:37 PM

শনিবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন। 

স্পিকার বলেন, “সকল সংসদ সদস্য ও নির্বাচনী এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের সকল ক্লাবের চাইতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সব দিক থেকে অনন্য।”

এসময় যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবকে তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রয়োজনে ক্লাবটি ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীও বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম, সংসদ সদস্য  শেখ সালাউদ্দিন জুয়েল, এ বি তাজুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রধান হুইপ আব্দুস শহীদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।