শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে, গ্রেপ্তার ১১

বন্ড সুবিধায় আমদানি করা কাপড় খোলাবাজারে বিক্রির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 07:54 AM
Updated : 31 July 2021, 07:54 AM

গ্রেপ্তাররা হলেন শাহাদত হোসেন, সাইফুল ইসলাম জীবন, রুবেল আকন, মো. মাসুম, মনির হোসেন, রবিন ওরফে হৃদয় সরদার, শাহিন হাওলাদার, আরিফ হোসেন, সোহাগ ফরাজী, মো. নাজিম ও কামাল হোসেন।

তাদেরকে বৃহস্পতিবার রাতে নিউমার্কেট ও তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, লালবাগ বিভাগের গোয়েন্দা দল তাদেরকে গ্রেপ্তার করেছে।

তারা বন্ড সুবিধায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাপড় আমদানি করে অতিরিক্ত লাভের আশায় খোলা বাজারে বিক্রি করে।

“এভাবে চোরাইপথে কাপড় খোলাবাজারে বিক্রির করায় দেশের প্রকৃত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সরকারের কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়া হচ্ছে।”

তাদের কাছে ৫০৮ রোল পর্দার কাপড় উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৭ লাখ টাকা। এছাড়া ৬টি কভার্ড ভ্যান জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

এক প্রশ্নে হাফিজ আক্তার বলেন, পুরান ঢাকার ইসলামপুরকেন্দ্রীক একটি চক্র আছে। এই চক্রটিকে ধরার চেষ্টা চলছে।

এই ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে।