এইডিস: ডিএনসিসির অভিযানে ২ লাখ টাকা জরিমানা

ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার প্রজননস্থল ধ্বংসে আবার ১০ দিনব্যাপী চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 07:07 PM
Updated : 28 July 2021, 07:07 PM

অভিযান শুরুর দ্বিতীয় দিন বুধবার ডিএনসিসির বিভিন্ন এলাকায় এইডিস মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় চিরুনী অভিযানে অংশ নেন মেয়র মো. আতিকুল ইসলাম।

এ সময় ডিএনসিসির মেয়র বলেন, বর্তমান করোনাভাইরাস মহামারীর মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে যেন কার‌ও মৃত্যু না হয় সেজন্য চিরুনী অভিযান শুরু হয়েছে।

এইডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্বশীল হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।”

সরকারি কিংবা বেসরকারি যে কোনো ভবনে এইডিসের লার্ভা পাওয়া গেলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

মেয়র আতিক জানান, ডিএনসিসি এলাকার ৪৪টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অভিনেতা মোশারফ করিম এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।