বঙ্গবন্ধুর একান্ত সচিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বঙ্গবন্ধুর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 02:35 PM
Updated : 28 July 2021, 03:19 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার এই তথ্য জানানো হয়েছে।

সৈয়দ আব্দুস সামাদ।

শেখ হাসিনা শোক বার্তায় বলেন, সাবেক সিএসপি সৈয়দ আব্দুস সামাদ রাঙ্গামাটির এডিসি থাকা অবস্থায় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগদান করেন।

ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি স্থাপনে সামাদের অবদানের কথা তিনি স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ, সাহসী ও কর্তব্যপরায়ণ একজন সরকারি কর্মকর্তা।

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুস সামাদ ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন।

তার আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অর্থনীতি বিষয়ে তার বেশ কয়েকটি বই রয়েছে।

বুধবার বিকালে ঢাকার বারিধারায় নিজের বাড়িতে আব্দুস সামাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদব সায়েম খান।

অকৃতদার আব্দুস সামাদের বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন।