‘কঠোর’ লকডাউনের ষষ্ঠ দিনে ঢাকায় গ্রেপ্তার ৫৬২

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে ঈদের ছুটির পর শুরু হওয়া ‘কঠোর’ লকডাউনের ষষ্ঠ দিনে ঢাকায় ‘অপ্রয়োজনে’ বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেপ্তার হতে হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 01:32 PM
Updated : 28 July 2021, 01:32 PM

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বুধবার জানিয়েছে, এদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২০৮ জনকে করা হয়েছে মোট ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৮৯টি গাড়িকে মোট ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

পুলিশের তৎপরতার মধ্যেও বুধবার আগের পাঁচ দিনের তুলনায় মানুষের ও গাড়ি চলাচল বেশি দেখা গেছে রাজধানীতে।

ঈদের পর গত ২৩ জুলাই শুরু হওয়া ১৪ দিনের লকডাউনের ছয় দিনে পুলিশের হাতে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৬। এই চলমান লকডাউন চলবে ৫ অগাস্ট পর্যন্ত।

এদিকে র‌্যাব জানিয়েছে, লকডাউনের ষষ্ঠ দিনে সারাদেশে র‌্যাবের শতাধিক টহল ও চেকপোস্ট পরিচালনা করা হয়। র‌্যাবের নির্বাহী হাকিমও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে রাজধানীতে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করেছে এবং হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছে।