ইয়াবা নিয়ে সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে ধরা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় নয় হাজার ইয়াবাসহ সৌদি আরবগামী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 07:06 AM
Updated : 28 July 2021, 07:10 AM

বুধবার সকালে সাদ্দাম (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

সালাম এয়ারলাইন্সের যাত্রী ছিলেন সাদ্দাম।

জিয়াউল হক বলেন, “সৌদি আরবের দাম্মামে এসব ইয়াবা নেওয়ার কথা ছিল, কিন্তু স্ক্যানিং এগুলো ধরা পড়ে।

“ল্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে রাখা হয়েছিল এগুলো। স্ক্যানিংয়ের দেখার পর তাকে জিজ্ঞাসা করা হলে প্রথমে অস্বীকার করেন। পরে লাগেজ খুলে আট হাজার ৯৫০টি ইয়াবা পাওয়া যায়।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানিয়েছেন, কুমিল্লায় নিজ এলাকার এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছিলেন। দাম্মামে একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

রাজধানীর শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে পুরনো একটি মাদক মামলাও আছে জানিয়ে তিনি বলেন, সাদ্দাম এর আগে ছয় বছর ওমানে ছিলেন। পরে সেখানে পাসপোর্ট হারিয়ে 'আউট পাসে' দেশে আসেন। এবার তিন মাসের ভিসা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন।