ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের সুলতানের জন্য আম পাঠালেন শেখ হাসিনা

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ব্রুনাইয়ের সুলতান হাসসান আল-বলকিয়াহ মু'ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা'দুল খাইরি ওয়াদ্দিনের জন্য আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 06:21 PM
Updated : 25 July 2021, 07:20 PM

দুই সরকার ও রাষ্ট্র প্রধানের জন্য এক হাজার কেজি করে আম পাঠানোর কথা রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উইদোদোর ব্যক্তিগত কর্মকর্তাদের হাতে রাজধানী জাকার্তায় মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে বুধবার আমগুলো হস্তান্তর করেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রটোকল অফিসার, প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে শেখ হাসিনার পাঠানো উপহারের 'হাড়িভাঙা’ আম রোববার গ্রহণ করেন ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তা।

এরপর হাই কমিশন থেকে আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।