বিদেশ থেকে আসা মোবাইল আনতে গিয়ে দিতে হল জরিমানা

সিঙ্গাপুরে থেকে ভাইয়ের পাঠানো মোবাইল ফোন সংগ্রহের জন্য লকডাউনের মধ্যে বেরিয়ে জরিমানা গুণতে হয়েছে এক ব্যক্তিকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 08:11 AM
Updated : 25 July 2021, 08:11 AM

‘কঠোর লকডাউনের’ তৃতীয় দিন রোববার রাজধানীর শাহবাগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার নয়াবাজারের বাসিন্দা সাইফুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা করে।     

সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছোটভাই সিঙ্গাপুরে থাকেন। এক সহকর্মীর কাছে একটি মোবাইল ফোন পাঠিয়েছিলেন। সেই ফোন আনতে সকালে বিমানবন্দরে যান। মোবাইল নিয়ে একটি ভ্যানগাড়িতে করে নয়াবাজার যাওয়ার পথে শাহবাগ মোড়ে র‌্যাবের তল্লাশীর মধ্যে পড়েন।

র‌্যাবের নির্বাহী হাকিম পলাশ কুমার বসু এ সময় সাইফুল ইসলামের কাছে জানতে চান, মোবাইল কি জরুরি জিনিস?

সাইফুল কোনো সদুত্তর দিতে না পারায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

কিন্তু কোনোভাবেই সাইফুল ইসলাম জরিমানা দিতে চাচ্ছিলেন না। পরে আবার তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী হাকিম জরিমানার অর্থ পরিশোধ না করলে একদিনের জেল দেন।

কারাভোগের সাজা শুনে সাইফুল তড়িঘড়ি জরিমানার টাকা দিয়ে চলে যান।

র‌্যাবের হাকিম পলাশ কুমার বসু বলেন, “খুব কঠোরভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। একটি চেকের টাকা উঠাতে তিনজন যাচ্ছেন রিকশায় চড়ে, এটা কি যৌক্তিক?”

নগরবাসীকে অপ্রায়োজনে বের না হওয়ার আহ্বান জানান তিনি।