মতিঝিলের ওয়ার্কশপে হঠাৎ আগুনে পুড়ল বাস, প্রাইভেট কার

লকডাউনের মধ্যে রাজধানীর মতিঝিলে গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও গ্যারেজে আগুন লেগে অন্তত দুটি বাস ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 07:34 AM
Updated : 25 July 2021, 09:57 AM

রোববার বেলা ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনে এই অগ্নিকাণ্ডে ছয়টি ছোট ছোট ওয়ার্কশপ এবং একটি বাসের গ্যারেজ পুড়ে যায়। তার আগে শনিবার রাতে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে পুড়েছে আরও দুটি বাস।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার ফয়সল উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মধুমিতা সিনেমা হলের পেছনে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান।

"সেখানে গিয়ে দেখা যায়, ছোট ছোট ছয়টি ওয়ার্কশপে লাগা আগুন পাশে সিল্কলাইনের বাসের গ্যারেজেও ছড়িয়ে পড়েছে। আধা ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।” 

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি মোটর ওয়ার্কশপ ও গ্যারেজে রোববার আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। ছবি: আসিফ মাহমুদ অভি

আগুনে সোহেল মটরস, রহিমা মটরস, আরিফ মটরস, গাজী মটরস, চিটাগাং মটরস এবং নিউ জননী মটরস নামের ছয়টি ওয়ার্কশপ পুড়ে যায়।

এসব ওয়ার্কশপে থাকা বেশিরভাগ গাড়ি বের করে আনা গেলেও একটি প্রাইভেট কার পুড়ে যায় বলে জানান ফয়সল।

তিনি বলেন, "ওয়ার্কশপের আগুন পাশের সিল্ক লাইন পরিবহনের বাসের গ্যারেজে ছড়িয়ে পড়ায় সেখানে দুটি বাস বেশ ক্ষতিগ্রস্ত হয়।"

তবে কীভাবে সেখানে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি মোটর ওয়ার্কশপ ও গ্যারেজে রোববার আগুন লাগলে পুড়ে যায় কয়েকটি ব্যক্তিগত গাড়ি। ছবি: আসিফ মাহমুদ অভি

এদিকে শনিবার রাত ৮টার দিকে কমলাপুরে বিআরটিসি কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে আগুন লাগে।

এর মধ্যে বিআরটিসির একটি বাস পুরোপুরি পুড়ে গেছে, অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফয়সল উর রহমান।

তিনি বলেন, “আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।”