গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

গণসংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 08:19 PM
Updated : 23 July 2021, 08:19 PM

এক শোকবার্তায় তিনি ফকির আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ফকির আলমগীর ছিলেন সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল লক্ষত্র। তার অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।”

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন ফকির আলমগীর। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান ৭১ বছর বয়সী এই শিল্পী।

তিনি ছিলেন সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা, গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীত শিল্পী পরিষদের সাবেক সভাপতি। গণসংগীতে অবদানের জন্য ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদকে ভূষিত করে সরকার।