স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কোরবানির পশুর হাটগুলোর কোথাও স্বাস্থ্যবিধি পরিপালনে অনিয়ম পাওয়া গেলে হাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2021, 01:01 PM
Updated : 18 July 2021, 01:01 PM

রোববার রাজধানীর ভাটারা এলাকায় হাট পরিদর্শনে এসে তিনি বলেন, ডিএনসিসির পশুর হাটে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা দেখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

“নয়টি হাটের জন্য উত্তর সিটির তিনটি ভ্রাম্যমাণ আদালত রয়েছে। হাটে স্বাস্থ্যবিধি মানা না হলে সেটি বন্ধ করে দেওয়া হবে। এবার আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব কঠোর।”

ক্রেতাদের তিনি স্বাস্থ্যবিধির লঙ্ঘন দেখলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন মেয়র আতিক।

“এ বিষয়ে যে কেউ অভিযোগ জানালেই ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

আগের দিন শনিবার কোরবানি ঈদ উপলক্ষে উত্তর সিটির পশুর হাটগুলোর ‘মনিটরিং টিমের’ সঙ্গে এক আলোচনা সভাতেও তিনি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবাইকে সতর্ক করে দেন।

করোনাভাইরাস মহামারীতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করে পশুর হাট বসানোর জন্য গত ১৪ জুলাই বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার।

ভাটারার সাঈদ নগর, বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) হাট পরিদর্শন করেন মেয়র।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন