বুধবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাসনিম জারা নিজস্ব উদ্যোগে ব্র্যাকের মাধ্যমে ৬৫টিরও বেশি পরিবারকে সহযোগিতা করবেন ও গণতহবিল সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাবেন ।
প্রতি পরিবারকে দেড় হাজার করে মোট সাড়ে সাত কোটি টাকার সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ব্র্যাক।
করোনাভাইরাসের ডেল্টা ধরনের সামাজিক বিস্তার এবং লকডাউনের প্রতিকূল অবস্থায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’নামক উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ব্র্যাক জানিয়েছে, এই উদ্যোগে যুক্ত হচ্ছে স্বাস্থ্যসেবা সংগঠন ‘সহায়’। সহায়-এর অন্যতম প্রতিষ্ঠাতা জারা সম্প্রতি ব্রিটিশ সরকারের ‘ভ্যাকসিন লুমিনারি’ স্বীকৃতি পেয়েছেন।
উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় এনএইচএসের চিকিৎসক জারা বলেন, “যে দিন আনে দিন খায়, সে বাসায় নিজেকে আটকে রাখছে শুধু নিজেকে সুরক্ষিত রাখতে নয়, সকলের সুরক্ষার জন্য। তার এই ত্যাগটা শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। তাদের আর্থিক কষ্ট লাঘব করাও তাই আমাদের সকলের দায়িত্ব।”
ব্র্যাক জানিয়েছে, ’ডাকছে আমার দেশ’ উদ্যোগে ব্র্যাককর্মীরা তাদের একদিনের বেতন প্রদান করেছেন এবং কর্মীদের বেতনের সমপরিমাণ টাকা ব্র্যাক নিজস্ব তহবিল থেকে দিচ্ছে। এর পরিমাণ সাড়ে সাত কোটি টাকা। এই টাকা ৫০ হাজার পরিবারের জরুরি খাদ্য কেনার জন্য বিতরণ করা হবে।প্রতি পরিবার দুই সপ্তাহের খাবার ও জরুরি সামগ্রী কেনার জন্য ১৫০০ টাকা করে পাবেন।
রোববার থেকে এই টাকা বিতরণ শুরু হবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিপূর্ণ ও লকডাউনের আওতায় থাকা ১৯টি জেলা এই উদ্যোগে প্রাধান্য পাবে।
গত বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কোভিড-১৯ মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্র্যাকের মতো অনেক বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানও এ সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিল।
উদ্যোগের প্রসঙ্গে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, “করোনা প্রতিরোধের যুদ্ধ দীর্ঘমেয়াদী। সবার সদিচ্ছা আর অংশীদারত্ব ছাড়া এটা জয় করা সম্ভব নয়। সম্পদের অপ্রতুলতা থাকলেও আমরা আমাদের যা কিছু আছে, তা নিয়েই সামাজিক দুর্গ গড়ে তোলার যুদ্ধে নেমেছি।
”এক লাখের বেশি মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিয়ে ব্র্যাক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। সক্ষমতা ও প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি, মাস্ক সরবরাহ এবং মানুষের প্রয়োজনে জরুরি আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমরা এই যুদ্ধে প্রতিনিয়ত সরকার ও দেশের মানুষের পাশে আছি।"
সামর্থ্য থাকা সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
ব্যক্তিপর্যায়ে ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার জন্য ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দিয়েছে ব্র্যাক।
>>ব্যাংক হিসাব নাম: ব্র্যাক
হিসাব নম্বর: ১৫০১২০-২৩১৬৪৭৪০০১
ব্যাংকের নাম: ব্র্যাক ব্যাংক
গুলশান ১, গুলশান অ্যাভিনিউ, ঢাকা
>>বিকাশ নম্বর: ০১৭৩০৩২১৭৬৫
গত বছর এপ্রিল মাসেও ব্র্যাককর্মীরা দুর্গত মানুষদের খাদ্যসহায়তার জন্য একদিনের বেতন দিয়েছিলেন। তখন ব্র্যাক, গ্রামীণফোন ও অন্যান্য অংশীদার যৌথভাবে ৩ লাখ ৬৫ হাজার পরিবারকে সহযোগিতা করেছিল। তখনও প্রতি পরিবারকে দুই সপ্তাহের খাবার কেনার জন্য ১৫০০ টাকা করে দেওয়া হয়েছিল।