কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2021, 12:20 PM
Updated : 9 July 2021, 03:53 PM

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সেজান জুস, কোমল পানীয় ও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির ওই কারখানায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগে।

শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ভবনের উপরের দুটি ফ্লোরের আগুন নেভাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

ততক্ষণে তারা নিচের ফ্লোগুলো থেকে ৪৮ জনের পোড়া দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আগের রাতেই আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্থানীয় প্রশাসন।

লাশগুলো সব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।