টিকটক হৃদয়ের সহযোগী অনিকসহ পাঁচজন রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল থেকে আটক ‘টিকটক হৃদয় বাবু’র সহযোগী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 02:00 PM
Updated : 6 July 2021, 02:00 PM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

অনিক ছাড়া বাকিরা হলেন- শহিদুল ইসলাম অ্যাম্পুল, আবির আহমেদ রাকিব, সোহাগ হোসেন আরিফ ও মোহাম্মদ হিরো।

এর আগে হাতিরঝিল থানা পুলিশ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো এসব আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই রাফাত আরা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিমান্ডের তথ্য জানান।

অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলায় অনিক হাসানকে সাত দিন করে ১৪ দিন এবং বাকি চার জনকে ডাকাতির প্রস্তুতির মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

অস্ত্র মামলায় অনিক হাসানের তিন দিন এবং ডাকাতির প্রস্তুতির মামলায় এক দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডাকাতির প্রস্তুতির মামলায় অপর চারজনকে এক দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গত রোববার রাতে হাতিরঝিল থেকে তাদের গ্রেপ্তারের পর র‌্যাব বলছে, অনিক ভারতে বাংলাদেশি তরুণীকে পাচার ও নির্যাতনের ঘটনায় আলোচনায় আসা টিকটক হৃদয় বাবুর সহযোগী।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, পাঁচটি ধারোলো অস্ত্র এবং ৩০০ পিস ইয়াবা জব্দ করে বলে জানায় র‌্যাব।

সোমবার সংবাদ সম্মেলেন র‌্যাব জানায়, রাজধানীর মগবাজার, হাতিরঝিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী অনিক। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, ছিনতাই প্রভৃতি অপরাধে যুক্ত তার গ্রুপ। তার দলে আছে ২০-২৫ জন সদস্য। অনিকের বিরুদ্ধে নয়টি মামলা আছে।

আরও পড়ুন: