বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মিন্টু ও হাসেম

ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 03:02 PM
Updated : 24 June 2021, 04:37 PM

দুই রিটার্নিং কর্মকর্তা শুক্রবার গণবিজ্ঞপ্তি করে এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

তবে বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চার প্রার্থী।

ঢাকা-১৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, আওয়ামী লীগের আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা-৫ উপনির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেটের আবুল হাসেম খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে রিটার্নিং অফিসারকে উদ্ধৃত করে কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ২৮ জুলাই ইভিএমে এ ভোট হবে; প্রচার শুরু ৬ জুলাই।

সিলেট-৩ উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার শেষ দিনে কেউ মনোনয়পত্র প্রত্যাহার করেননি। তাই চার প্রার্থীই রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়।

শুক্রবার প্রতীক বরাদ্দ পেলেও ৬ জুলাই থেকে প্রচারণা করতে পারবেন তারা।

আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র শফি আহমদ চৌধুরী রয়েছেন লড়াইয়ে।