সাবেক এমপি মিজানুরের বিরুদ্ধে অভিযোগপত্র দুদকের অনুমোদন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 12:39 PM
Updated : 23 June 2021, 12:39 PM

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুরের বিরুদ্ধে ২০১৯ সালের ৭ অগাস্ট কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করে দুদক।

তিনি এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে মোট এককোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক মঞ্জুর মোর্শেদ।

২০১৮ সালের প্রথম দিকে মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এই অভিযোগে ওই বছরের ১৬ এপ্রিল মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।