ঢাকায় চিকিৎসকের মৃত্যু, পরিবারের দাবি ‘আত্মহত্যা’

রাজধানীর মগবাজারের এক বাসা থেকে এক চিকিৎসককে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 01:09 PM
Updated : 21 June 2021, 03:18 PM

পরিবারের সদস্যদের দাবি, ডা. জেহানুল আলিম নামের ৫৫ বছর বয়সী ওই চিকিৎসক ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছেন।

তবে হাতিরঝিল থানা পুলিশ বলছে, বিষয়টি ‘আত্মহত্যা’ কি না, ময়নাতদন্তের পর তা বোঝা যাবে। 

হাতিরঝিল থানার এসআই ইদ্রিস আলী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. জেহানুল ওএসডি অবস্থায় ছিলেন। মগবাজারের পেয়ারাবাগে তার বাসা।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরাই তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই ইদ্রিস।

ডা. জেহানুলের স্ত্রী ফারহানা ফেরদৌস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, “সকালে বাসা থেকে ওর বাইরে যাওয়ার কথা ছিল। হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে ওকে পাশের রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি আমরা।”

কী কারণে ডা. জেহানুল আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফারহানা।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবার আত্মহত্যার কথা বললেও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”