লেগুনা উল্টে চালকের স্ত্রী নিহত

ঢাকায় হিউম্যান হলার (লেগুনা) উল্টে এক নারী নিহত হয়েছেন, যিনি ওই গাড়িটির চালকের স্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 01:14 PM
Updated : 16 June 2021, 01:14 PM

নিহত নারীর নাম সুমাইয়া আক্তার (১৯)।

বুধবার দুপুর দেড়টার দিকে জয়কালী মন্দির এলাকার হটকেক গলিতে ওই দুর্ঘটনায় হিউম্যান হলারের চালক শাকিলসহ কয়েকজন আরোহী আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার এসআই আজহার হোসেন বলেন, এ ঘটনায় লেগুনার যাত্রীরা সামান্য আহত হয়েছেন। সুমাইয়ার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শাকিল বলেন, সকালে তিনি গাড়ি নিয়ে বের হয়েছিলেন। দুপুরে স্ত্রী গেণ্ডারিয়ার বাসা থেকে বাজারের জন্য টাকা আনতে জুরাইনে তার কাছে আসেন। ভেবেছিলেন একবার গুলিস্তান যাতায়াত করতে পারলেই বাজারের টাকা হয়ে যাবে। তাই স্ত্রীকে গাড়ির সামনে নিজের পাশে বসিয়ে আটজন যাত্রী নিয়ে গুলিস্তানের রওনা দেন।

তিনি বলেন, “জয়কালী মন্দির এলাকায় লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে লেগে উল্টে যায়। সুমাইয়া লেগুনার নিচে চাপা পড়ে আহত হয়। পরে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”