গৃহকর্মী নির্যাতন: শিক্ষানবীশ আইনজীবী কারাগারে

রাজধানীর উত্তরায় গৃহকর্মীর গায়ে ফুটন্ত পানি ঢেলে নির্যাতনের অভিযোগে শিক্ষানবীশ আইনজীবী তানজিনা রহমানকে (২৪) কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 02:10 PM
Updated : 12 June 2021, 02:10 PM

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কাঞ্চন রায়হান তাকে করাগারে পাঠানোর আবেদন করলে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম তা মঞ্জুর করেন। 

জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসা থেকে নির্যাতিত শুক্রবার এক গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। এসময় গৃহকর্তার মেয়ে তানজিনাকেও আটক করা হয়।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপন কুমার জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আনইনজীবী মো. জহির জামিন আবেদন করলে তা নাকচ করে দেয় আদালত।

জামিন আবেদনে তানজিনার আইনজীবী বলেন, “গৃহকর্মী নিজেই নিজের গায়ে পানি ঢেলেছেন।”

এর উত্তরে বিচারক বলেন, “এটা কি বলললেন? আপনি নিজে ফুটন্ত পানি নিজের ঘাড়ে ঢালতে পারবেন?”

পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ সি সড়কের ২০ নম্বর বাড়ি থেকে ফোন করে জানানো হয় ওই বাড়িতে এক গৃহকর্মীকে মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়েছে।

নির্যাতিতের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে জানিয়ে ফোন কলে বলা হয়, তিনি প্রতিবেশী এবং আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজও শুনেছেন।

ফোন কলের তথ্য তাৎক্ষণিক উত্তরা পশ্চিম থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে পুলিশের জরুরি সেবা বিভাগ।

পরে ওই থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় গৃহকর্মীকে উদ্ধার করে। 

উদ্ধার গৃহকর্মীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।