বস্তিতে বসবে ফায়ার হাইড্রেন্ট: মেয়র আতিক

অগ্নিকাণ্ড প্রতিরোধে বস্তিগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানোর কথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 07:41 AM
Updated : 8 June 2021, 07:41 AM

মঙ্গলবার মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি বলেন, এজন্য সিটি করপোরেশনের আসন্ন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

“বস্তিগুলোতে আমি ফায়ার হাইড্রেন্ট করে দিব। এজন্য আমি একটা বাজেট রেখেছি। আমরা প্রত্যেকটি বস্তির বিভিন্ন অংশে রাস্তায় এটা বসিয়ে দেব।”

মেয়র জানান, ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পর এ বিষয়ে বস্তিবাসীদের প্রশিক্ষণও দেওয়া হবে।

তিনি বলেন, “আগুন লাগলে ফায়ার সার্ভিস আসতে কিছুটা সময় লাগে। তারা যদি (বস্তিবাসী) ট্রেইনড হয় ভলান্টিয়ারের মাধ্যমে বস্তিবাসী যদি দায়িত্ব নেয়, তাহলে ফায়ার হাইড্রেন্ট দিয়েই আগুন নেভাতে পারবে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে।”

সোমবার ভোররাতের অগ্নিকাণ্ডে সাততলা বস্তির বহু ঘর পুড়ে যায়।

বস্তিবাসীদের সহায়তা দিতে গিয়ে আতিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঁচ হাজার করে টাকা করে দেওয়া হবে।

“এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তিন বেলার খাবার, ঢেউটিন এবং প্রায় দুই হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বস্তিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে বলেও জানান তিনি।