আরও ১২ হাজার বীর মুক্তিযোদ্ধা চূড়ান্ত তালিকায়

বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় তৃতীয় পর্যায়ে আট বিভাগের আরও ১২ হাজার ১১৬ জনের নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 04:17 PM
Updated : 7 June 2021, 04:37 PM

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৩৮৮ উপজেলার এই বীর মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিত করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

তৃতীয় পর্যায়ের তালিকায় এবার সবচেয়ে বেশি বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে ঢাকা বিভাগের তিন হাজার ৪৫৯ জন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামের দুই হাজার ৩৭৪ জন, বরিশালের এক হাজার ১৮০ জন, খুলনার দুই হাজার ২৯০ জন, ময়মনসিংহের ৩৩৩ জন, রাজশাহীর এক হাজার ৪৩৭ জন, রংপুরের ৭৬৮ জন ও সিলেটের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা চূড়ান্ত এই তালিকায় রয়েছেন।

এর আগে দুই পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয় গত ৯ মে। এতে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা করার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের প্রথম তালিকা প্রকাশ করা হয়।

ওই তালিকায় ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নামও রয়েছে।

ওই তালিকায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পাশাপাশি খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের নামও রয়েছে।

তবে তালিকায় তাদের নামের পাশে মুক্তিযুদ্ধ পরবর্তি ‘অপকর্ম’ সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা থাকবে বলে তালিকা প্রকাশের সময় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।