দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সাবেক মহাসচিব রাষ্ট্রদূত কিউ এ এম এ রহিম মারা গেছেন।
Published : 31 May 2021, 05:32 PM
সোমবার দুপুর সাড়ে ১২টায় উত্তরায় বাসায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাই ড. জাওয়াদুর রহমান জাহিদ।
তিনি জানান, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তার ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
২০০২ সালের জানুয়ারি থেকে ২০০৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সার্ক মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি।
এক শোকবার্তায় তিনি বলেন, ”রাষ্ট্রদূত রহিম ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশি কূটনীতিক। প্রিয় মাতৃভূমির জন্য এবং মহাসচিব হিসাবে সার্কের অগ্রগতিতে তার ভূমিকা স্মরণ করছি।”
বুয়েটের শিক্ষকতা ছেড়ে ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন কূটনীতিক রহিম। স্বাধীনতার পর টোকিওতে বাংলাদেশ মিশনের পদে আসেন তিনি।
১৯৯৩ সাল থেকে প্রায় পাঁচ বছর পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের হাই কমিশনার হন এই কূটনীতিক।
রাষ্ট্রদূত রহিমের ভাই জানান, সোমবার আসর নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদে জানাযা শেষে তাকে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হবে।