ঢাকায় ওয়াসার পানির দাম আরও বাড়ল

ঢাকা ওয়াসার পানি ব্যবহারের জন্য আগামী জুলাই থেকে নাগরিকদের খরচ বাড়ছে ৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 02:39 PM
Updated : 25 May 2021, 02:39 PM

সোমবার ওয়াসার বোর্ড মিটিংয়ে আবাসিক ও বাণিজ্যিক স্তরের পানির দাম এই হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়; যাকে ‘মূল্য সমন্বয়’ বলছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসা আইনে পরিচালনা বোর্ডকে প্রতিবছর সর্বোচ্চ ৫ শতাংশ মূল্য বৃদ্ধির ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা বলেই দাম বাড়ানো হয়েছে।

“প্রতি স্তরে ৫ শতাংশ মূল্যবৃদ্ধির জন্য মূল্যস্ফীতিকে বিবেচনায় নেওয়া হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় আয়-ব্যয়ের সমন্বয়টা খুব জরুরি। গত এক বছরে মূল্যস্ফীতি হয়েছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে। সেজন্যই দামটা সমন্বয় করা হয়েছে। প্রতি বছরই এমনটা করা হয়।”

আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা ১৮ পয়সা করা হয়েছে।

আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে।

গত বছরের এপ্রিলেও পানির দাম বাড়িয়ে ছিল ঢাকা ওয়াসা। তখন আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইতে, ২০১৭ সালের অগাস্টে পানির ‘মূল্য সমন্বয়’ করে ওয়াসা।