রাজশাহীতে এক এসপি, এক এএসপি বরখাস্ত

রাজশাহীতে কর্মরত দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 02:26 PM
Updated : 25 May 2021, 04:16 PM

এদের একজন পুলিশ সুপার পদ মর্যাদার। এস এম ফজলুল হক নামে এই কর্মকর্তা র‌্যাব-৫ এ কর্মরত ছিলেন।

এএসপি পদ মর্যাদার মো. নাজমুল হাসান রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে ছিলেন।

পুলিশের এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ হয়েছে। বুধবার থেকে তা কার্যকর হবে।

‘জনস্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়ার কথা আদেশে বলা হয়েছে। তবে ঠিক কী কারণে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হল, তা স্পষ্ট করা হয়নি।

সম্প্রতি দুই পুলিশ কর্মকর্তার একটি ফোনালাপ সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে, যা নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে, ওই ফোনালাপের ব্যক্তিরা ফজলুল ও নাজমুল। 

আদেশে বলা হয়েছে, তাদের ‘জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন’।

ফজলুল ও নাজমুল সাময়িক বরখাস্তকালীন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।