কবি হাবীবুল্লাহ সিরাজীর জীবনাবসান

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী আর নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 07:46 PM
Updated : 25 May 2021, 07:21 AM

শারীরিক নানা জটিলতা নিয়ে এক মাস হাসপাতালে থাকার পর সোমবার তার মৃত্যু হয়েছে।

একুশে পদকে ভূষিত হাবীবুল্লাহ সিরাজীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি বলেছেন, “হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন, যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে।”

ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যু হয় বলে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় এক মাস উনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

“শারীরিক নানা জটিলতা নিয়ে এপ্রিলের ২৫ তারিখ তিনি হাসপাতালে ভর্তি হন। এর আগে উনার শরীরের টিউমারের সার্জেরি ও এন্ডোসকপি করা হয়েছিল। বেশ কিছুদিন বাসায় চিকিৎসা নেওয়ার পর স্বাস্থ্যের অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।”

কবি হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সালে বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছিলেন।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ রাখা হবে। জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

হাবীবুল্লাহ সিরাজীর জন্ম ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে।

ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি নেন ১৯৭০ সালে।

পেশাজীবনে হাবীবুল্লাহ সিরাজী ১৯৭২ থেকে ২০১৮ পর্যন্ত দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।

তিনি বাংলা একাডেমি এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের ফেলো ছিলেন। ২০০৭-২০১৫ মেয়াদে জাতীয় কবিতা পরিষদের সভাপতি এবং সর্বশেষ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। 

২০১৮ সালে ২০ ডিসেম্বর সরকার তাকে তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেয়।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। এছাড়া তিনি দুটি উপন্যাস, দুটি প্রবন্ধ, একটি স্মৃতিকথা এবং ১০টির মতো ছড়াগ্রন্থ রচনা করেছেন।

হাবীবুল্লাহ সিরাজীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, হাওয়া কলে জোড়া গাড়ি, নোনা জলে বুনো সংসার, স্বপ্নহীনতার পক্ষে, পোশাক বদলের পালা, বিপ্লব বসত করে ঘরে, ছিন্নভিন্ন অপরাহ্ন, সারিবদ্ধ জ্যোৎস্না, মিথ্যে তুমি দশ পিঁপড়ে, আমি জেনারেল ইত্যাদি।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন।