হেফাজত নেতা মনির হোসেন কাশেমী ৪ দিনের রিমান্ডে

রাজধানীর পল্টনে আটবছর আগে তাণ্ডবের মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের নেতা মুফতি মনির হোসেন কাশেমীকে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2021, 12:07 PM
Updated : 22 May 2021, 12:07 PM

শনিবার কওমি মাদ্রাসাভিত্তিক দলটির বিলুপ্ত কমিটির এই অর্থ সম্পাদককে ঢাকার মুখ্য মহানগর মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির সময় হেফাজতের এই নেতা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আসামির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরনো মামলায় এতদিন জিজ্ঞাসাবাদ না করে এখন কেন ও কী কারণে রিমান্ডের আবেদনের বিরোধীতা করেন তিনি।

তিনি বলেন, আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডের পক্ষে কথা বলেন, আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা এস আই মোতালেব হোসেন।

২০১৩ সালে পল্টনে হেফাজতের তাণ্ডবে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় শুক্রবার রাতে কাশেমীকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা।

এই ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় একাধিক মামলা করা হয়।