স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় সাংবাদিকরা

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাকে নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় গিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 06:03 PM
Updated : 18 May 2021, 06:03 PM

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে তারা শাহবাগ থানায় যান।

বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির সাংবাদিক নয়ন আদিত্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শাহবাগ থানার ওসি বরাবর আবেদন করি। তিনি উপস্থিত ছিলেন না। রমনা জোনের এডিসি হারুন অর রশিদ আমাদের আবেদনপত্র দেখে বলেন, থানায় এ ধরণের স্বেচ্ছায় কারাবরণ আবেদনের ব্যাপারটি আইনে নেই। এ বিষয়টি সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষ দেখে।”

রমনা জোনের উপ কমিশনার হারুন অর রশিদ বলেন, “কয়েকজন সাংবাদিক মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় এসেছিলেন। স্বেচ্ছায় কারাবরণের বিষয়টি থানা কর্তৃপক্ষের এখতিয়ারে নেই। তবে তাদের আবেদনের বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হবে।”