কোভিড: দ্বিতীয় দফায় ভারতে ওষুধ পাঠাল বাংলাদেশ

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দ্বিতীয়বারের মত ওষুধ ও চিকিৎসা সামগ্রী উপহার পাঠিয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 03:08 PM
Updated : 18 May 2021, 03:08 PM

মঙ্গলবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোলে ভারতীয় রেড ক্রস সোসাইটির কর্মকর্তাদের কাছে ওষুধ ও সুরক্ষা সরঞ্জামের দুই হাজার ৬৭২টি বাক্স হস্তান্তর করেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।

বেনাপোল প্রতিনিধি জানান, বিকেল পৌনে ৪টার দিকে ওষুধবোঝাই চারটি কাভার্ড ভ্যান বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছে। পরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ট্রাকগুলো হস্তান্তর করা হয়।

ওষুধ গ্রহণের সময় উপস্থিত পেট্রাপোল কাস্টমসের ডিসি শিব শঙ্কর বলেন, “ভারতের বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।“

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এসব ওষুধ ও সরঞ্জাম পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক, প্যারাসামলসহ ১৮ রকমের করোনাভাইরাস সংক্রান্ত ওষুধ, ইনজেকশন ও হ্যান্ডস্যানিটাইজার রয়েছে, যা উৎপাদন করেছে সরকারি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড।

চলতি মাসের শুরুতে প্রথম দফায় ভারতে ১০ হাজার রেমডেসিভির ইনজেকশন উপহার পাঠিয়েছিল সরকার।