মধ্যরাতে ঢাকার দুটি স্থানে অগ্নিকাণ্ড

ঢাকার দুটি স্থানে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়েছে একটি কারখানা ও কয়েকটি দোকান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 07:51 PM
Updated : 16 May 2021, 07:51 PM

ডেমরায় একটি প্যাকেজিং কারখানায় রোববার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এর এক ঘণ্টা পরই সায়েদাবাদে একটি আবাসিক হোটেলের নিচে কয়েকটি দোকান আগুনে পোড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আব্দুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে ডেমরা মৃধাবাড়ী বাংলা প্রেসের বিপরীতে একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগে। সেখানে বাহিনীর চারটি ইউনিট কাজ করছে।

এছাড়া রাত সাড়ে ১২টায় সায়েদাবাদ বাস স্ট্যান্ডের দক্ষিণে আবাসিক হোটেল সাথি'র নিচতলায় তিনটি দোকানে আগুন লাগার খবর পেয়ে সেখানেও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়।

ফায়ার ব্রিগেডের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান রাত দেড়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্যাকেজিং কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

“আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণে আনার। সেখানে কাগজের রোল থাকায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগবে।”

সায়েদাবাদে দায়িত্বত উপ সহকারী পরিচালক বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা হোটেল সাথির নিচতলায় একটি কনফেকশনারি, একটি সেলুনসহ তিনটি দোকান পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই দুটি অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।