অনলাইনে জুয়া: গ্রেপ্তার ৪ জন কারাগারে

ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে অনলাইন জুয়া ব্যবসা পরিচালনার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2021, 12:38 PM
Updated : 15 May 2021, 12:38 PM

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন ধরে পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের ঢাকার আদালতে হাজির করা হয়েছিল।

মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল চারজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই ব্যক্তিরা হলেন-  শাহিনুর রহমান (২৬), দীপ্ত রায় প্রান্ত (২৫), গোলাম মোস্তফা (২৬) ও রাকিবুল হাসান (২৭)। তারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গত ১০ মে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করেছিল ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ল্যাপটপ, আইপ্যাড, একাধিক স্মার্ট ফোন, হার্ডডিস্ক জব্দের কথা জানানো হয়েছিল।