ঈদ উপহার নিয়ে হাসপাতালে মেয়র আতিক

ঈদের দিন রাজধানীর তিনটি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার নিয়ে গেলেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2021, 03:14 PM
Updated : 14 May 2021, 03:14 PM

শুক্রবার মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে যান তিনি।

তিনটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আনসারসহ সবাইকে খাবার এবং শুভেচ্ছা উপহার তুলে দেন আতিক।

এ সময় তিনি বলেন, তিনি সবসময় স্বাস্থ্যকর্মীদের পাশে ছিলেন, থাকবেন।

“স্বাস্থ্যসেবায় নিয়োজিত এই যোদ্ধাদের মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য এই উপহার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।”

মেয়র বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুটের একটি বিপণি বিতানকে দেশের সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। সরকার চাইলে ডিএনসিসির ১৪টি কমিউনিটি সেন্টারকেও কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহার করতে পারে।