আরামবাগে খুন: আদালতে যুবকের ‘স্বীকারোক্তি’

বন্ধু রাসেলকে ছুরিকাঘাতে খুনের বিষয়ে প্রেস কমর্চারী শাকিল মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2021, 03:36 PM
Updated : 13 May 2021, 03:36 PM

বৃহস্পতিবার শাকিল মিয়াকে (২২) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুনের কারণ, উদ্দেশ্য ও ঘটনার বিবরণ দিয়ে শাকিল ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।

আদালতে তোলার পর শাকিল স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করে পুলিশ।

এরপর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার খাস কামরায় ১৬৪ ধারায় শাকিলের জবানবন্দি রেকর্ড করেন।

বিচারক পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর মতিঝিলের আরামবাগ হাইস্কুলের পাশে মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত রাসেল (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যান।

ওই রাতেই ১টার দিকে ফকিরাপুল এলাকা থেকে রক্তমাখা ছুরিসহ শাকিলকে গ্রেফতার করে র‌্যাব।

মামলার নথির তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেলকে ছুরিকাঘাত করেন শাকিল। মুমূর্ষু অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরামবাগ এলাকার সাহারা প্রিন্টিং প্রেসের কর্মচারী শাকিল জানান, নিহত রাসেল ও তিনি বন্ধু ছিলেন।

গত ১৮ এপ্রিল রাসেল তার বান্ধবীসহ রেস্টুরেন্টে খেতে যান। সেখানে শাকিল তার বন্ধুদের সঙ্গে উপস্থিত হলে রাসেল তাকে অপমান করেন। ওই ঘটনা থেকে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।

ঘটনাটি মীমাংসা করার জন্য শাকিল গত মঙ্গলবার রাসেলকে মতিঝিল থানাধীন আরামবাগ হাইস্কুলের সামনে ডেকে নিয়ে আসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্যান্টের পকেটে করে ছুরিও আনেন।

কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি রাসেলকে ছুরি মারেন। এরপর রক্ত বন্ধ না হলে পালিয়ে আল-আকাসা আবাসিক হোটেলে অবস্থান নেন শাকিল।